বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

নবীগঞ্জ জে কে মডেল স্কুলের নির্বাচনে অনিয়ম, কারচুপি ও জালভোট প্রয়োগের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৭৭ বা পড়া হয়েছে

বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনিয়ম, কারচুপি ও জাল ভোট প্রয়োগের অভিযোগ আনা হয়েছে। জাল ভোট প্রয়োগ করতে আসা ৩ জনকে আটক করেন প্রিজাইডিং অফিসার। নির্বাচনে জালভোট প্রয়োগ ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদপত্রে এক বিবৃতি পাঠিয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাংবাদিক এটিএম নূরুল ইসলাম খেজুর।
অভিযোগ রয়েছে বৈরী আবহায়ার মাঝে অস্বাভাবিক ভোট প্রয়োগ করা হয়। বেলা ১টার মধ্যে ৫ শতাধিক ভোট কাস্ট হয়। জাল ভোট প্রয়োগ করতে আসা রাজনগরের হোসেন আলী (৩৫), দত্তগ্রামের আব্দুল আলী ও জন্তরী গ্রামের পরিমল আচার্য্যকে আটক করা হয়। তারা প্রার্থী মোঃ নূরুল আমীন, মোস্তফা আল হাদীর পক্ষে ভূয়া ভোট প্রদান করতে এসেছিল বলে স্বীকার করে। ভুল ও অপরাধ স্বীকার করায় আটককৃতদেরকে প্রায় ৮ ঘন্টা পর পৌর প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর অনুরোধে পুলিশ এবং প্রিজাইডিং অফিসার ছেড়ে দেয়।
সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে সাংবাদিক এটিএম নূরুল ইসলাম খেজুর দাবি করেন একটি নীলনক্সার মাধ্যমে পরিকল্পিতভাবে ভোটারদের প্রলুব্দ করে বাড়িতে গাড়ি পাঠিয়ে এমনকি হাতে টাকা তুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনকে কলঙ্কিত করা হয়েছে। ভবিষ্যতে কোন শিক্ষিত ও প্রকৃত বিবেকবান লোক শিক্ষাঙ্গনের কোন নির্বাচনে প্রার্থী হবেন কিনা এ প্রশ্ন তার। তিনি বলেন, নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ের নির্বাচনের তফসিল ঘোষনার পর তিনি জাতীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ভোট গ্রহনের দাবি জানিয়েছিলেন। কিন্তু প্রিজাইডিং অফিসার তা আমলে নেননি। তিনি দাবি করেন নবীগঞ্জের বাইরে এবং বিদেশে অবস্থানকারীদের লোকসহ মৃত ব্যাক্তিদের ভোটও প্রয়োগ করা হয়েছে। এ কারনে তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নয়া নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বিবৃতিতে আইনী লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষনা দেন। অপর প্রতিদ্বন্দ্বি মোঃ আসনার উদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম, শ্যামল চক্রবর্তী, সমিরন দাশ ও মোঃ ফজল মিয়া একই অভিযোগ করেছেন বলে এটিএম খেজুর বিবৃতিতে উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com