মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ১০ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবী পরিশোধ উপলক্ষে পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভা অনুষ্টিত হয়েছে। মাধবপুর মনিটরিং ইনচার্জ সেলিম খানের সভাপতিত্বে ১০ জানুয়ারি সকালে মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইনে এ সভা অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন- মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, এরিয়া প্রধান মোঃ, মফিজুল হক, এরিয়া প্রধান মনিরুল ইসলাম, এরিয়া প্রধান আঃ রাজ্জাক, মনিটরিং ইনচার্জ শাহাদৎ হোসেন ভূঁইয়া, মনিটরিং অফিসার আলমগীর হোসেন, এরিয়া প্রধান মোঃ ওমর ফারুক, এরিয়া প্রধান কাউসার আহমেদ, এরিয়া প্রধান সদীপ দত্ত।
সভায় সারাদেশ থেকে কয়েক হাজার বীমা কর্মী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বীমা দাবীর ১০ কোটি ৬০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।