স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী পইল মাছের মেলা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। মেলা উদযাপন উপলক্ষে এক বিশেষ সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে পইল ঈদগাহে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাহেব আলী, পইল নতুন বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো: তাজুল ইসলাম, সাবেক মেম্বার নুর মোহাম্মদ, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মানিক, পইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়া, সাংবাদিক মোহাম্মদ নুর উদ্দিন, বর্তমান ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু, কোরবান আলী, নিরঞ্জন সাহা, মুরুব্বি খুরশেদ আলী, টেনু মিয়া, ফ্রান্স প্রবাসি সোহেল খান, দেলোয়ার হোসেন, আবু মিয়া, যুবনেতা সাইদুর রহমান শামীম, ছাত্রদল নেতা সাইদুর রহমান প্রমুখ।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী মেলায় কোন ধরনের চাঁদা কিংবা টাকা পয়সা নেয়া এবং ধরনের জুয়া, অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে।
কেউ চাঁদা নিলে বা জুয়ার আসর বসালে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হবে। মেলায় আসার জন্য সকল ধরনের বৈধ ব্যবসায়ীদের মেলা কর্তৃপক্ষ আহ্বান জানান।