নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শাহ্ সুলতান আহমেদ, নির্বাহী সদস্য এসআর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, এম.এ আহমদ আজাদ, রাকিল হোসেন, মো. সরওয়ার শিকদার, মো. সেলিম তালুকদার, আশাহিদ আলী আশা, কিবরিয়া চৌধুরী, অলিউর রহমান অলি। সভায় নবীগঞ্জ প্রেসক্লাব উন্নয়নে সুদূর প্রসারী পরিকল্পনা তৈরীসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয় এবং গুরুত্বপূর্ণকাজের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৫ সালের ১ম কার্যনির্বাহী কমিটির সভার পর থেকে প্রেসক্লাবের কোন সদস্যদের বিরুদ্ধে যত্রতত্র স্থানে কোন মন্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্যকারীদেরকে সর্তকসহ তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সময় পত্রিকার সম্পাদক মো. আলাউদ্দিন ও প্রকাশক এবং ব্যবস্থাপনা সম্পাদক মো. সেলিম তালুকদার এর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।