শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দালালসহ গ্রেফতার ৩ মৃত্যুর ২ দিন পর চুনারুঘাটের জহুর আলীর লাশ হস্তান্তর শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক আগামী মঙ্গলবার পইল ঐতিহ্যবাহি মাছের মেলা নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা শহরের যানজট নিরসনে গুরুত্ব দিয়ে কাজ করবে পৌরসভা নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরে জাতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়ক দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীসহ এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে লাল-সবুজ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে তাজ উদ্দীন কোরেশী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- ঢাকা-সিলেট মহাসড়কের সাথে নবীগঞ্জ শহরের একমাত্র বাইপাস সড়ক নবীগঞ্জ-রুদ্রগ্রামের এই সড়কটি। এ উপজেলার পানিউমদা, গজনাইপুর, দেবপাড়া ও বাউসা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র অবলম্বন এ সড়ক। ২০১৯ সালে সড়কটি সংস্কারে কাজে সাড়ে ৮ কোটি টাকা ব্যয় হলেও ১-২ মাসের মাথায় সড়কটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়। প্রতিনিয়ত গর্তের পরিমাণ বৃদ্ধি পেয়ে এখন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ঘটছে ছোটবড় নানা দুর্ঘটনা। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চলাচলে পোহাতে হয় চরম ভোগান্তি।
মানববন্ধনে লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের সভাপতি হুমায়ুন কবির আজিমের সভাপতিত্বে আরিফ হাসনাত ফাহিমের সঞ্চালনায় বক্তব্য- রাখেন বাউসা ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, তাজ উদ্দীন কোরেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা বেগম, আজিয়া মোবাশ্বিরিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল লতিফ, স্থানীয় শালিস বিচারক কাওসার মিয়া, ইউপি সদস্য আবুল কাশেম, বাছিতুর রহমান, নুরুল মিয়া, প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান লালন, মসজিদের খতিব ক্বারী আব্দুল নূর, লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুল হাফিজ, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, স্থায়ী সদস্য জাহাঙ্গীর আলম, সিনিয়র সদস্য শাহ মহসিন হোসেন, ব্যবসায়ী এস.এম সেলিম, হেলাল হোসেন, শাহ নজরুল ইসলাম, দেবাশীষ দাশ গুপ্ত, শায়বান চৌধুরী, আলমগীর চৌধুরী, বদরুল আলম, বাছিতুর রহমান রুহেল, মনসুর হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com