স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুর রহমান বাদি হয়ে মহিবুর রহমান মাহিকে প্রধান আসামি করে এজাহারে ৬৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাফিজুর রহমান হাফিজসহ বেশ কয়েকজন সমন্বয়ক গুলিবিদ্ধ হন। এরই প্রেক্ষিতে এ মামলা করা হয়। ওসি আলমগীর কবির বলেন, এজাহার পেয়েছি। রাতেই রুজু হবে।