নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় এনায়েত খান মহিলা কলেজের উদ্যোগে প্রবাসীদেরকে নিয়ে ‘প্রবাসী সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনায়েত খান মহিলা কলেজ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী এনায়েতুর রহমান খান। কলেজের প্রভাষক অঞ্জন সূত্রধরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. তোফাজ্জল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মাহতাব মিয়া, আহমেদ কবির অনু, কামরুল হাসান চুনু, হাবিবুর রহমান বেলায়েত, নজরুল ইসলাম, সাইকুল জুবায়ের, মতিউর রহমান চৌধুরী, আব্দুস শহীদ, শাহ শবেকদর। বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ছইফা রহমান কাকুলী, এনায়েত খান মহিলা কলেজের নির্বাহী কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, বর্তমান সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, সাবেক কমিশনার আলাউদ্দিন, পৌর আমীর সোহেল আহমদ, শিক্ষানুরাগী তৌহিদুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম, তনুজ রায়, এটিএম বশির আহমেদ, নাছির আহমেদ চৌধুরী, আশরাফুল আলম, হরিপদ বৈষ্ণ, শাহ মোঃ মোশাহিদ আলী, মাওলানা ফজলুর রহমান, মোঃ রিয়াজুল করিম চৌধুরী, জলী রায়, রণধীর দাশ, মুফতি আবু ইউসুফ, মুফতি আব্দুল্লাহ নেজামী, আবুল মিয়া, সজল গোপ, করিম চৌধুরী, হারুন মিয়া, নূর উদ্দিন, ফিরোজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান সেলিম, পলাশ দেব, সালমা আক্তার, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ২য় বর্ষের শিক্ষার্থী মৌসুমা আক্তার, সাথী আক্তার, ১ম বর্ষের শিক্ষার্থী শেখ নুজহাত তাবাসুম সায়মা, মাতলুবা আক্তার, সাদিয়া আক্তার।
প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিবৃন্দ এনায়েত খান মহিলা কলেজের উন্নয়নে আর্থিক অনুদানের চেক প্রদান করেন ও কলেজ উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্যে এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এনায়েতুর রহমান খান প্রবাসী সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নারী শিক্ষাকে এগিয়ে নিতে আগামীতেও সকলের সহযোগীতা কামনা করেন।