স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনা যে অন্যায় করেছে, জুলুম করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তা বরদাস্ত করেননি বলেই ৮০ বছর বয়সে তাকে সর্বোচ্চ সম্মানে সিক্ত করেছেন। অন্যায় করে পৃথিবীতে কেউ কোনো দিন পার পায়নি, শেখ হাসিনা পার পাবে না। জুলাই গণভ্যুত্থানে শেখ হাসিনা ২ হাজারের উপরে মানুষ হত্যা করেছে। এরপরও শেখ হাসিনা আশা করে দেশে ফিরে আসবেন, তা কোনো দিন সম্ভব হবে না। শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী তার শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি গতকাল বুধবার রাতে শায়েস্তাগঞ্জ উপজলো ও পৌর যুবদল নেতৃৃবৃন্দের সাথে মতবনিমিয় সভায় এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগের যেসব মন্ত্রী এমপিরা দেশকে পঙ্গু করেছে, দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।
তিনি বলেন- আমাদেরকে প্রতিহিংসা পরায়ন হওয়া যাবে না, প্রতিশোধ নেয়া যাবে না। বাংলাদেশে যারা বিশৃংখলা করবে তাদের সাথে রাজনৈতিক দল সমুহের কোনো সর্ম্পক থাকবে না। নতুন বাংলাদেশ বিনির্মানে জুলাই গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাদের রক্তের ঋণ শোধ করতে আমাদেরকে কাজ করতে হবে। আগামী প্রজন্মের প্রত্যাশা পুরণে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তাই গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ৩১ দফার লিফলেট বিতরণে তিনি যুবদল নেতৃবৃন্দকে নির্দেশনা দেন।
শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফাহিন হোসেন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সান্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম মতিন, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, শাহ আলম, শামীম আহমেদ নাসির, আবু সুফিয়ান পারভেজ, সাইফুল ইসলাম সাইফ, ইমান উদ্দিন, মোঃ রুশন আলী, খোকন তালুকদার, শামীম আহমেদ শামীম, কামাল মাহমুদ, তোফায়েল আহমেদ মনির, মোঃ সৈয়দ আলী, মোঃ সুজন মিয়া, যুবদল নেতা মোঃ সবুজ মিয়া, ফজল মিয়া, আব্দুল আহাদ প্রমূখ।