স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকা থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার সকালে প্রচন্ড শীতে সত্তোরোর্ধ্ব ওই ব্যক্তিকে খালি শরীরে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান। এদিকে ওই ব্যক্তির লাশ নিয়ে পুলিশ পড়েছে বিপাকে। সদর মডেল থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে।