স্টাফ রিপোর্টার ॥ তীব্র শীতের কষ্ট লাঘবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গরীব, দুস্থ, অসহায় এবং বৃদ্ধ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল। তিনি শীতবস্ত্র বিতরণের পাশাপাশি গ্রামের মানুষের খোঁজ খবর নেন এবং তাদের অভাব-অভিযোগ শুনেন। এ সময় তিনি বলেন, “বিজিবি কেবল সীমান্তের নিরাপত্তা রক্ষায় কাজ করে না, মানুষের দুঃখ-কষ্ট লাঘবে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ।
উপস্থিত মানুষের মধ্যে শীতবস্ত্র পেয়ে আনন্দের ঝলক দেখা যায়। প্রচন্ড শীতে বিজিবির এ সহায়তায় শীতার্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।