স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ও জয়নগর গ্রামে জমিতে পানি সেচ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। এতে গুলিবিদ্ধ ১০ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়।
আহত সূত্রে জানা যায়, রত্না ও বেরি নদী থেকে পানি সেচ দেয়া নিয়ে জয়নগর ও রিচি গ্রামের কয়েকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়।
গুরুতর আহত বাসির মিয়া, জলিল মিয়া, মানিক মিয়া ও নাজমুল মিয়াসহ কয়েকজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ছাড়া মুজিবুর রহমান, জসিম মিয়া, আব্দুস সালাম, শিপন মিয়া, এমরান মিয়া, জলিল মিয়াসহ আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবিরের নেতৃত্ব্ েএকদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আপ্রাণ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।