মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাকসাইর হাইওয়ে ইন হোটেলের সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দুপুরে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশী করে ওই পরিমান গাজা উদ্ধার করা হয়। এ সময় বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রামের কামরুল মিয়া মোশারফ, হালুয়া পাড়া গ্রামেয সাইদ মিয়ার ছেলে মোঃ জয়নাল মিয়া (২৯), পূর্ব মাধবপুরের কালা মিয়ার ছেলে মোঃ শামসুর মিয়া (৩৫), কবিলপুর গ্রামের মনসুর আলীর ছেলে ও মোঃ রমজান মিয়া (৩০) কে আটক করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন জানান, গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধ মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।