স্টাফ রিপোর্টার ॥ বিদ্যমান ভ্যাট বহাল রাখার দাবীতে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তারা জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রনালয়ের উপদেষ্ঠা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- হবিগঞ্জের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সরকারি সকল নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে আসছে। এর সাথে অনেক ছোট-বড় ক্ষুদ্র ব্যবসায়ীরা জড়িত। করোনা ও রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীরা অনেকে ক্ষুদ্র ও বৃহৎ ঋণে আক্রান্ত। তার উপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। এমতাবস্থায় ভ্যাটের পরিমাণ ৭.৫% থেকে ১৫% করার পরিকল্পনা করছেন সরকার। ব্যবসায়ীরা বলছেন- যদি এই সিদ্ধান্ত পূর্ণবিবেচনা না করা হয় তাহলে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। এমতাবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারীরা তাদের পরিবারসহ কর্মহীন হয়ে পড়বে। এছাড়াও এই মূহুর্তে ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধি করলে ভোক্তা পর্যায়ে অস্থিরতা সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। এমতাবস্থায় বিদ্যমান ৭.৫% ভ্যাট বহাল রেখে ব্যবসায়ীদের সংকট থেকে উত্তরণ ও ব্যবসার পরিবেশ স্বাভাবিক রাখার দাবী রেস্তোরা, মিষ্টি, ও বেকারি মালিক সমিতির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি আলহাজ্ব শামসুল হুদা, ক্যাব’র সভাপতি দেওয়ান মিয়া, মার্চেন্ট এসোসিয়েশন ও রেস্তোরা, মিষ্টি ও বেকারি মালিক সমিতির শতাধিক নেতৃবৃন্দ।