স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যাক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম উপজেলায় বহরা ইউনিয়নের দুর্গানগর গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে বালু মহাল ও মাটি ব্যব¯’াপনা আইন, ২০১০ অনুযায়ী উপজেলার দুর্গানগর গ্রামের আব্দুল আজিজ এর পুত্র আব্দুল হাকিম (৩৬) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় মাধবপুর থানার পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।