নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বয়োবৃদ্ধ নারী কুির্শ ইউনিয়ন পরিষদ সদস্য দিলবাহার আহমদ দিলকাছ এর মাতা খস্তরী বিবি (১১৫) আর নেই ইন্নালিল্লাহি…. রাজিউন। তিনি গত সোমবার বিকেলে কুশী গ্রামে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা ওই দিনই রাত ৯ টার সময় নিজ বাড়িতে অনুষ্টিত হয়েছে। উক্ত জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন। নামাজ শেষে মরহুমার লাশ ডেবনার পাড় কবরস্থানে দাফন করা হয়। এলাকার সবচেয়ে বয়োবৃদ্ধ নারীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমাকে একনজর দেখতে নানা পেশার লোকজন বাড়ীতে ভিড় করেন।