স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- লুটেপুটে রাষ্ট্রীয় অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে আওয়ামীলীগ। আওয়ামীলীগ যে অন্যায় করেছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, আমরা যেন ভুলেও সেই পথ অনুস্বরণ না করি। কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না। আমি বিএনপির কর্মী, আমি নিজেকে বিএনপির নেতা মনে করি না। জানি না আমার ভাগ্যে কি আছে। কিন্তু পরিস্কার ভাষায় বলে যাচ্ছি, আমি যদি মানুষের খেদমত করার সুযোগ পাই তাহলে আমাকে ব্যবহার করে কোনো আজাদের সৃষ্টি লাখাইর মাটিতে হবে না। যারা খাল বিল দখল করে নিজেদের আখের গোছাতে চায় তারা বেশি দিন বিএনপি করতে পারবে না।
তিনি গতকাল রবিবার বুল্লা ও বামৈ ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণকালে জি কে গউছ আরও বলেন- জুলাই বিপ্লবের যে চেতনা, যে প্রত্যাশা তা অবশ্যই পুরণ করবে বিএনপি। সে জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না। আওয়ামীলীগ সীমালঙ্গণ করেছে বলেই আওয়ামীলীগ নেতারা আজ বাড়িতে নেই। তারা পালিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে হাড়িকেন দিয়ে খোঁজে পাওয়া যায় না।
তিনি বলেন- বিএনপি গত ১৭টি বছর দেশী-বিদেশী চক্রান্তের শিকার হয়ে ক্ষমতার বাহিরে ছিল। কিন্তু মানুষ বিশ্বাস করে বিএনপি গণমানুষের দল। বিএনপি তার কর্ম দ্বারা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। গত ১৭টি বছর নামে মাত্র গণতান্ত্রিক বাংলাদেশ ছিল, কিন্তু দেশে গণতন্ত্রের বিন্দুমাত্র পরিবেশ ছিল না। শেখ হাসিনা এবং আওয়ামীলীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। জি কে গউছ বলেন- বিএনপি যেখানেই মানুষের কথা বলেছে, মানুষের অধিকার আদায়ে সভা-সমাবেশে করেছে, সেখানেই আওয়ামীলীগ প্রশাসনকে বিএনপির মুখোমুখি করেছে। জনগনের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় তাদেরকে দিয়ে জনগণ থেকে বিএনপিকে আলাদা করার চেষ্টা করা হয়েছে। আওয়ামীলীগের নির্দেশে প্রশাসন সীমালঙ্গণ করেছে, সমস্ত আইনী নিয়ম নীতি অবজ্ঞা করে তারা বল প্রয়োগ করেছে, বিএনপির সভা-সমাবেশে পন্ড করেছে, তারা গুলি করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, আবার আমাদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়েছে। কিন্তু মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে বাংলাদেশে সেই দিন আর নেই। আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে। ছাত্র-জনতার এই গণঅভ্যূত্থান একদিনে সৃষ্টি হয়নি। গত ১৭টি বছর তিলে তিলে মানুষের শ্রমে-ঘামে আত্মত্যাগের মাধ্যমে এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে বলেই ওই পাপিষ্টরা, সীমালঙ্গণকারীরা, আওয়ামী ফ্যাসিষ্ট ও তার দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে মুক্ত পরিবেশে আমরা সভা-সমাবেশ করতে পারছি, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে পারছি।
লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুল ইসলাম সিতু, সৈয়দ রিয়াজ, লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মোল্লা, আরিফ আহমেদ রূপন, আব্দুল মোতলিব খান, মোস্তাফা কামাল খসরু, মাহফুজুর রহমান চৌধুরী, মোক্তাদির তালুকদার, এমদাদুল ইসলাম, কাজী জুলহাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু, যুগ্ম আহ্বায়ক তাউছ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান সাচ্চু, সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম, ফজেল রাব্বী, বিএনপি নেতা ডাঃ শফিকুল ইসলাম, আব্দুল ওয়াহাব, রফিক আহমেদ, মোহাম্মদ আলী, সুরে রহমান, মহিবুর রহমান, শামছুল হক, ফারক আহমেদ, হাজী জানে আলম, বুলবুল আহমেদ, হাবিবুর রহমান, সোহাগ চৌধুরী মানিক, গোলাম মোস্তফা, আল আমিন ইসলাম অনিক, মাহবুব আলম মাহফুজ, সাইফুল ইসলাম, মোস্তাক আহমেদ, আব্দুর রহিম, মিজানুর রহমান, নোমান চৌধুরী, রায়হান উদ্দিন, রফিকুল ইসলাম, কাজল আহমেদ, সাকিব আহমেদ, সফিক আহমেদ, রহমত উল্লাহ, বাবুল আহমেদ রাজ, শাকিল আহমেদ প্রমুখ।