স্টাফ রিপোর্টার ॥ ফুটপাত অবমুক্ত করতে অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। রবিবার সকালে শায়েস্তানগর এলাকা ও ২নং পুল এলাকায় ওই অভিযান চালানো হয়। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে পৌরসভার একটি টিম উচ্ছেদ অভিযানে কাজ করে। মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন- রবিবারের ভিতর ফুটপাতে অবৈধ স্থাপনা ও অন্যান্য মালামাল নিজ দায়িত্বে অপসারন না করলে সোমবার হতে উচ্ছেদ অভিযান জোরদার করা হবে। তিনি বলেন জনসাধারনের চলাচলের সুবিধার জন্য এবং শহরের সৌন্দর্য্য রক্ষায় পৌরসভা ফুটপাত অবৈধ স্থাপনা ও যত্রতত্র জিনিসপত্র মুক্ত রাখবে।