আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানার মনতলা ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আব্দুল গফফার প্রকাশ বাউল গফফার শাহ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সাড়ে ১১ টায় মনতলা মেড়াশানি নাম স্থান থেকে তাকে এক কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। সে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার দামপুর গ্রামের-মৃত রমজান আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধ পুলিশ মাধবপুর থানায় মামলা রুজু করেছে। একই দিন ভোরে পুলিশ উপজেলা রসুলপুর গ্রামে অভিযান করে সুমন মিয়া ২ বছরের সাজাপ্রাপ্ত এক যুবককে গ্রেপ্তার করেছে। সেই রসুলপুর গ্রামের মৃত আজিজের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, গ্রেপ্তার ২ আসামিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।