স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া স্কুলের পাশে খোয়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে হুমকির মুখে শহরের প্রতিরক্ষা বাধ সহ ব্রিজ। যে কোনো সময় ব্রিজ ভেঙে পইল, এড়ালিয়া, নাজিরপুর সহ প্রায় ২০ টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। লিজ ছাড়াই প্রতিদিন ওই এলাকায় প্রতিদিন শহিদ ও ইদ্রিসের নেতৃত্বে ড্রেজার মেশিনে বালু তুলে ট্রাক, লরি দিয়ে পাচার করা হচ্ছে। এতে করে এলাকার পরিবেশ নষ্ট সহ রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। ট্রাক, ট্রাক্টরের শব্দে পড়াশোনার ব্যাঘাত ঘটছে। ব্রিজের ওপর দিয়ে ভারী এসব যানবাহন চলাচল করায় ঝুঁকিপূর্ণ হয়ে ব্রিজটি। যে কোনো সময় ভেঙে পড়তে পারব। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।