স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ পৌরসভার বাশমহল পরিত্যক্ত টয়লেট থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় লোকজন ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগে সে মারা গেছে। লাশ পচে গেছে। রাত ১১ টায় এ রিপোর্ট লেখাকালে থানার ওসি মাহিদুল হক জানান, ময়নাতদন্তের পর মারা যাবার কারণ জানা যাবে। লাশের পরিচয় সনাক্ত হয়নি। তার পরনে সবুজ ব্লাউজ ও প্রিন্ট শাড়ি ছিলো।