স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাঠিহারা গ্রামের মেলা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়ারীকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন সাহাব উদ্দীন, সোহাগ মিয়া ও আশিকুল রাসেল। থানা সুত্রে জানা যায়, লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক প্রনয় সরকার ও এ এস আই আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গত বুধবার ১ জানুয়ারি ওসি মোঃ বন্দে আলীর নির্দেশে দুপুরে মেলায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থসহ কাঠিহারা গ্রামের মৃত অনু মিয়া চৌধুরীর ছেলে সাহাব উদ্দীন (৩৩), মৃত ইলিয়াস মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩৮), বামৈ গ্রামের আনছর আলীর ছেলে আশিকুল প্রকাশ আরিফ মিয়া (২২) ও ভাদিকারা গ্রামের ইরফান মিয়ার ছেলে রাসেল মিয়া (১৭) কে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু পূর্বক গত বৃহস্পতিবার ২ জানুয়ারী হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।