স্টাফ রিপোর্টার ॥ জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শতবর্ষ উদযাপন ও পূনর্মিলনী কমিটির আহ্বায়ক এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব শফিকুর রহমান সেতু, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসান, জিকে মওলা, মোঃ নুরুল ইসলাম, এম জি মুহিত, শিক্ষক নুরুল ইসলাম, অ্যাডভোকেট শাহ ফখরুজামান, শিক্ষক শেখ কামাল উদ্দিন, শিক্ষক অমিতাভ দাস চৌধুরী, সাংবাদিক মশিউর রহমান কামাল, সৈয়দ মিছবাহ উদ্দিন, মওদুদ আহমেদ, মনছুর আহমেদ, বাবুল মিয়া, নুরুল হক কবির, গৌতম, আফজল হোসেন, অ্যাডভোকেট প্রতিম গোপ, মাহবুব সাদিক উজ্জ্বল, সুলতান বাবু, অ্যাডভোকেট নুরুল আমিন, গোলাম মাহবুব, রাজিব গোপ, ওসমান গনি রুমি, সাইফুর রহমান তারেক, মোজাম্মেল হোসেন জুমন, রবিন চৌধুরী, লিটন আহমেদ, নাজমুল হোসেন তুহিন, সমন্বয়ক সুজন, যাইদুর রহমান সৌরভ, আবু নাসের মোহাম্মদ সামি, আরিফুল রিফাত, ইকবাল আহমেদ, রাব্বি আহমেদ, অনিক আহমেদ, শিরিন আক্তার সোনিয়া, সাদিয়া ইসলাম, সাবরিনা জান্নাত রিদিকা প্রমূখ। এ সময় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শিক্ষা প্রতিষ্ঠানটির ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বলেন, এখান থেকে লেখাপড়া শেষ করে অনেক কৃতি শিক্ষার্থী দেশে বিদেশে প্রতিষ্ঠিত। শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী মিলন মেলায় আমরা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে স্কুলটিকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করব। হবিগঞ্জের শিক্ষাঙ্গনের জন্য এটি একটি মাইল ফলক হবে। তিনি জেলা প্রশাসককে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে গৃহীত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পরে সর্বসম্মতিক্রমে আগামী ২২ ফেব্রুয়ারী জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হয়।