প্রেস বিজ্ঞপ্তি ॥ বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হককে সভাপতি এবং শাহ জালাল উদ্দিন জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ কামরুল ইসলাম এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আব্দুল রশিদ শাওন। গত ২৮ ডিসেম্বর অনুমোদিত এই কমিটির আগামী ২০২৫, ২৬ ও ২৭ সাল পর্যন্ত তিন বছরের জন্য। জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলার অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন, উপদেষ্টা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। নতুন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক সহ-সভাপতি এডভোকেট সৈয়দ জামাল উদ্দিন আহমেদ, সানিউল হক শুভ, উজ্জ্বল বণিক এবং আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েল, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, আজিজুল ইসলাম হৃদয়, এবং মীর মোঃ সাজন, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মিয়া, আব্দুল মতিন সুজন, শাহ মুহাম্মদ মামুনুর রহমান এবং মজিবুর রহমান, দফতর সম্পাদক উজ্জ্বল আহমেদ, সহ দফতর সম্পাদক রাহিম আহমেদ, প্রচার সম্পাদক সনজব আলী, সহ-প্রচার সম্পাদক নাজমুল ইসলাম হৃদয়, সমাজ কল্যাণ সম্পাদক সুজন কুড়ি, মহিলা বিষয়ক সম্পাদক সুমা খান, সম্মানিত সদস্য তানভীর হোসেন, এইচ আর রুবেল, ফয়সাল আহমেদ, মামুন খান কিবরিয়া, আব্দুল মালেক, আজাদ মিয়া, শাকিল মাহমুদ মামুন প্রমুখ। নতুন কমিটি গঠন করার পর গত ১লা জানুয়ারি বুধবার সন্ধ্যার পর পুরাতন হাসপাতাল সড়ক জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে নবগঠিত সভাপতি মনজুরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েলের পরিচালনায় পরিচিত সভা অনুষ্ঠিত হয়, সভায় আগামী এক মাসের মধ্যে হবিগঞ্জ জেলার পূর্নাঙ্গ কমিটি এবং ৯ টি উপজেলা কমিটি গঠনের জন্য দায়িত্ব বন্টন করা হয় এবং বক্তারা বলেন ন্যায় সংগত কাজে, সুখে দুঃখে সবাই একসঙ্গে পাশে থেকে সাংবাদিকতা সহ মানবিক কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।