চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়েছে ডাকাতদল। জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়আব্দা গ্রামের ও নালমুখ বাজারের স্বর্ণ ব্যবসায়ী মোঃ নাছির উদ্দিন (৪৮) ও তার ছেলে মোঃ রাকিব হোসেন রাকিব (২২) নালমুখ বাজার থেকে বাড়ী ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা ডাকাতদলের সদস্যরা গতিরোধ করে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে আহতদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।