নবীগঞ্জ প্রতিনিধি ॥ কনকর্ড প্রগতী কনসোর্টিয়াম লিমিটেডের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়াস্থ নিজস্ব প্রজেক্টের রাস্তার উভয় পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে রাস্তার উভয় পাশে বিভিন্ন জাতের ফলজ গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কনকর্ড প্রগতী কনসোর্টিয়াম লিমিটেডে প্রজেক্ট ম্যানেজার ইন্জিনিয়ার দেওয়ান ইমরান আহমেদ, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ইন্জিনিয়ার হাবিবুর রহমান, ব্রীজ ইন্জিনিয়ার সালাউদ্দিন কাদের, হাইওয়ে ইন্জিনিয়ার নজরুল ইসলাম মিয়াজি, রাসেল আহমেদ প্রমুখ। রাস্তা নির্মাণ ও ফলজ গাছ রোপণের ফলে স্থানীয়রা উপকৃত হবেন বলে জানান সংশ্লিষ্টরা।