নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ১ জানুয়ারী বুধবার বিকাল ৪ টায় জাতীয় পার্টির কার্যালয়ে কেক কেটে ও আলোচনার মাধ্যমে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমরান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুবসংহতির সভাপতি এম এ মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, কুর্শি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক আহমেদ, আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বদরুল হক আব্দুল হাই, গজনাইপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান আহমেদ, পৌর যুবসংহতির সাবেক সভাপতি নিউটন সুত্রধর, জাপানেতা মুক্তার মিয়া, আকলিছ মিয়া, আব্দুল আজিজ, ইউছুফ মিয়া, শাহ সাজ্জাদুর রহমান, বিকাশ দাশ, ওয়াজিবুর রহমান প্রমুখ।