শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১ মাধবপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ আহত ২০ খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ পরিবেশ নষ্ট নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত ॥ ভাংচুর হবিগঞ্জে শিল্পবর্জ্য দূষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার ঢাকায় পুলিশের গুলিতে নিহত নবীগঞ্জের আজমতের পরিবারে এখনও কান্না থামছে না আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুনারুঘাটের গাজীপুরের ডুলনা গ্রামে শীতবস্ত্র বিতরণ ও চক্ষু শিবির অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫ বা পড়া হয়েছে

এ রহমান অলি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুরের ডুলনা গ্রামে শীতবস্ত্র বিতরণ ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ডিসেম্বর রবিবার ডুনলা চৌধুরী বাড়ি প্রাঙ্গনে এ.কে. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরীর অর্থায়নে এতিম অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ডুলনা ইয়ং স্টার সোসাইটি ৫০০ কম্বল বিতরণ ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না, চরম দুর্ভোগ পোহাতে হয়। এই লক্ষ্যে দুর্গত মানুষকে একটু উষ্ণতা দিতে প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সেবামুলক স্বেচ্ছাসেবী সংগঠন ভুলনা ইয়াং স্টার সোসাইটি। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান আকিব ও নবিউর রহমান অপূর্ব। ডুলনা জামে মসজিদের সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী, সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম, শামছুল হক তালুকদার, ফারুক আহমেদ লিপু, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি নেতা বাবরু, প্রবীণ নেতা আজগর আলী মাস্টার, বর্তমান মেম্বার আব্দুল মালেক চৌধুরী ও সংগঠনের সকল স্বেচ্ছাসেবীসহ এলাকাবাসী। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। তারাও দেশ ও সমাজেরই অংশ। তাই সমাজের বিত্তশালীদের উচিত গরিব, অসহায় মানুষের পাশে দাড়াঁনো। আরও বলেন, শীত বস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি কোন করুণা নয়, বিত্তবানদের নৈতিক দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ থেকে এ কে ফাউন্ডেশনের অর্থায়নে ডুলনা ইয়ং স্টার সোসাইটি আজ সমাজের দরিদ্র মানুষের জন্য যেটা করেছে সেটা মহৎ ও প্রশংসাযোগ্য। বক্তারা ও উপস্থিত সকল সুধীজনেরা ডুলনা ইয়ং স্টার সোসাইটির এমন মহতি কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনা সভা শেষে সংগঠনের স্বেচ্ছাসেবীরা একে ফাউন্ডেশনের অনুদানের শীতবস্ত্র ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন। ভুলনা ইয়ং স্টার সোসাইটির সভাপতি ইস্তেহাক চৌধুরী লিমান জানান, সংগঠনটিতে ৩১ জন কার্যনির্বাহীসহ মোট ১৫০ জন স্বেচ্ছাসেবী আছেন। আমরা সাধারণত নিজেদের শ্রম ও অর্থায়নে একান্ত প্রয়োজনীয় কিছু সামাজিক ও সেবামুলক কাজ করে থাকি। যেগুলো সত্যিকার অর্থে সমাজের সকলে মিলেই করার কথা। কিন্তু নানা অজুহাতে সমাজ এড়িয়ে যাওয়ায় আমরা ভুলনার যুবকরা সেসব কাজগুলো দায়িত্ব ও কর্তব্য জ্ঞানে সম্পাদন করার লক্ষ্যে সোসাইটি গঠন করি। এবং লক্ষ্য উদ্ধ্যেশ ঠিক রেখেই এগিয়ে যাচ্ছি। আজকে পাশে যাদের পেয়েছি সকলের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ। উল্লেখ্য, ভুলনা ইয়াং স্টার সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এরকম অসংখ্য মানবিক কাজ করে আসছে। ইতিপূর্বে চোখে ছানীপড়া ৩৭ জন রোগীকে চিকিৎসা করিয়েছে। এ বছরও ৬৫০ জন রোগীকে ঔষধ, চশমা এবং চিকিৎসা প্রদান করা হয়। ৫৮ জন রোগী কে ছানি পরা অপারেশন করা হয়।
প্রতি বছর শীতবস্ত্র, ঈদ সামগ্রী ও নানা দূর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কাজ করে আসছে। মৌলভীবাজার বিএনএসবি হসপিটালের ডাক্তার আব্দুল বাতেন জাকি সাহেবের সর্বাত্মক সহযোগিতায় সুন্দর চক্ষু শিবির অনুষ্ঠান সম্পন্ন হয়। তাকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com