স্টাফ রিপোর্টার ॥ আশিস দাশ সভাপতি ও লিটন গোপকে সাধারণ সম্পাদক করে ওয়েডিং ফটোগ্রাফার’স অব হবিগঞ্জের কমিটি গঠন করা হয়েছে। গতকাল হবিগঞ্জ প্রেসকাব মিলনায়তনে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভাপতি আশিস দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন গোপের পরিচালনায় সভা অনুষ্টিত হয়। সভায় সর্বসমতিক্রমে আশিস দাশকে সভাপতি ও লিটন গোপকে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি রাসেল তালুকদার, কাওসার আহমেদ চৌধুরী ও স্বার চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান চৌধুরী মজনু ও পিয়াস মহলদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, সুমন সরকার শ্রাবণ, সুব্রত শুভ্র ও সাজু, কোষাধ্য রেজাউল হাসান রাজু, দপ্তর সম্পাদক হাদি উজ্জামান ইমন ও দুলাল এবং প্রচার সম্পাদক সেলিম এবং ইন্দ্রজিৎ। ওয়েডিং ফটোগ্রাফার’স অব হবিগঞ্জের কমিটিতে ৪০ জন সদস্য রয়েছেন। শুরুতেই সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সকল সদস্য কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। পরে সদস্যদের সম্মাননা স্মারক, টিশার্ট ও পরিচয়পত্র প্রদান করা হয়।