নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আলহাজ্ব আব্দুর রহমান খাঁন প্রতিষ্ঠিত খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসার উদ্যোগে খতমে বোখারী মাস্তরাত মাহফিল ও বার্ষিক জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা প্রাঙ্গণে বার্ষিক জলসা অনুষ্ঠিত হয়। এতে খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা রুহুল আমিন ও মুজাহিরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবাইর আহমদ চৌধুরীর সভাপতিত্বে খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আবু ইউসুফ চৌধুরী এবং মাওলানা ফজলুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ নছিহত পেশ করেন আওলাদে রাসুল (সা.) আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী ভারত। এছাড়াও ওয়াজ নছিহত করেন মাওলানা মুহসিন আহমদ, মাওলানা আবুল ফজল শায়খে, মুফতি আমিরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ নেজামী, মুফতি লুৎফুর রহমান, মাওলানা আফরোজ আল হাবিব, মাওলানা জুবায়ের আহমেদ খান।
বার্ষিক জলসায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসার সভাপতি ও এনায়েত খান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এনায়েতুর রহমান খান, নবীগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, মাদরাসার সেক্রেটারী তৌহিদুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী শাহ ছালিক মিয়া, মোশাহিদ আলম মুরাদ, এনায়েত খান কলেজের প্রফেসর মাহমুদুর রহমান সেলিম, শেখ আব্দুল বাছিত, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান বৈঠাখালী, মাওলানা শফিকুর রহমান চৌধুরী কাসেমী, মাওলানা জাকারিয়া ফোরকানী, মুফতি ফরহাদুল ইসলাম চৌধুরী, শায়খ আব্দুল কাইয়ুম, মাওলানা মো. ইসহাক, হাফেজ নিয়ামুল হকসহ বিভিন্ন ইসলামী শিা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উক্ত জলসায় পুরুষ ও নারীদের ব্যাপক সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরুষ ও নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়।