নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিগত ২০১৮ সালে সংসদ নির্বাচনে বিএনপির জনসভায় হামলার ঘটনায় হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুহিবুর রহমানসহ নেতাকর্মীদের উপর হামলায় ঘটনায় হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করা হয়। উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের তোয়াজ মুহাম্মদ এর পুত্র মুহিবুর রহমান ৩১ জনের নাম উল্লেখ করে আরও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ইনাতগঞ্জ ইউনিয়নের মৃত আব্দুল সত্তার এর পুত্র শেখ জামাল, মৃত মালিক উল্লার পুত্র শাহজাহান আহমেদ ইলাকা, মৃত-তকমদ উল্লার পুত্র সাফু আলম, মৃত-মছদ্দর মিয়ার পুত্র আলী হোসেন, মৃত-আলকাব হোসেনের পুত্র ওমর হোসেন, মৃত-বরকত উল্লার পুত্র জালাল মিয়া, আকবর আলীর পুত্র জাহিদ হাসান, মৃত-আশক উল্লার পুত্র দেলোয়ার হোসেন দিলবার, মৃত-মতছির মিয়ার পুত্র সেলু মিয়া, মৃত-খুর্শেদ মিয়ার পুত্র আব্দুল খালিক, করগাও ইউনিয়নের আবুল হোসেনের পুত্র সাইদুর রহমান, মৃত-আক্কাস মিয়ার পুত্র অলিউর রহমান, মৃত মানিক মিয়ার পুত্র আবিদ হাসান, ইনাতগঞ্জ ইউনিয়নের শেখ জামাল মিয়ার পুত্র আরশ মিয়া, বাউশা ইউনিয়নের রতি রায় এর পুত্র রুবেল রায়, করগাও ইউনিয়নের জুবায়ের রাকিব, ইনাতগঞ্জ ইউনিয়নের মৃত-আদর উল্লার পুত্র জামাল মিয়া, দীঘলবাক ইউনিয়নের সোনাহর মিয়ার পুত্র সাজু মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়নের নজরুল ইসলামের পুত্র রাশেদুল ইসলাম সেবু, পূর্ব বড় বাখৈর ইউনিয়নের আয়নাল মিয়ার পুত্র সাহাব উদ্দিন, দীঘলবাক ইউনিয়নের মৃত-অতির উল্লার পুত্র মধু মিয়া, বাউশা ইউনিয়নের শাহ তৈহিদ মিয়ার পুত্র শাহ সিদ্দিকুর রহমান পনি, গজনাইপুর ইউনিয়নের আঃ ছত্তার এর পুত্র আনোয়ার হোসেন, গজনাইপুর ইউনিয়নের হাফিজুর রহমানের পুত্র মুস্তাক মিয়া, আউশকান্দি ইউনিয়নের আব্দুর রহমানের পুত্র জাহেদ মিয়া, নবীগঞ্জ পৌর এলাকার জলফু মিয়ার পুত্র লায়েক মিয়া, আউশাকান্দি ইউনিয়নের ছালিক মিয়া, বড় ভাকৈর ইউনিয়নের মৃত মাসুক মিয়ার পুত্র তইবুর রহমান, ইনাতগঞ্জ ইউনিয়নের আলাউদ্দিন এর পুত্র তুয়েল মিয়া, গজনাইপুর ইউনিয়নের চন্ডি দেব এর পুত্র মিন্টু দেব। মামলা সূত্রে জানা যায়, বিগত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজারস্থ বেঙ্গল ফুডের সামনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা কিবরিয়ার মিটিং চলাকালীন সময় ১৮/০২/২০১৮ইং বিকাল ৫ টার দিকে শেখ জামাল, শাহজাহান আহমেদ ইলাকা, সাফু আলম, আলী হোসেন, ওমর হোসেন, জালাল মিয়া, জাহিদ হাসান, দেলোয়ার হোসেন দিলবার, সেলু মিয়া, আব্দুল খালিক গংরা দেশীয় অস্ত্র-সস্ত্র, অবৈধ আগ্নেয়াস্ত্র, পিস্তল ও বন্ধুক দিয়ে ফাঁকা গুলি করে জনসভায় উপস্থিত শত শত লোকদের মাঝে ভয় ও আতংক সৃষ্টি করে। এ ঘটনায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুহিবুর রহমানসহ অসংখ্য লোক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আহত হয়। এক পর্যায়ে হামলাকারীদের আক্রমনে উদ্ভূত পরিস্থিতির কারণে নেতাকর্মীরা নিজেদের রক্ষার্থে দিক-বেদিক ছুটা ছুটি করতে থাকেন। ফলে নির্বাচনী সভার কর্যক্রম বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে মুহিবুর এর আত্নচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাকেসহ সকল নেতাকর্মীকে হুমকি দিয়ে চলে যায়।