নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মামলা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা চেয়ারম্যান নির্বাচন হওয়ার পর থেকে সরকার ক্ষমতা থাকা অবস্থায় দলীয় প্রভাব বিস্তার করে অনিয়ম ও দুর্নীতি পাহাড় গড়েছেন। তার নামে হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের অর্থ আত্মসাৎ অভিযোগ রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জ-২, মিস মোকাদ্দমা -নং ১৪৪১/২০১৪,জিআর ১৪৯/২৪, নবীগঞ্জ হবিগঞ্জ, একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান আসামী নির্মলেন্দু দাশ রানা। গত ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তন হওয়ার পর জামায়াতে ইসলামীর নেতার মামলায় এজাহারভুক্ত প্রধান আসামী হওয়ায় আত্মগোপনে থাকায় এলাকায় নানান আলোচনা ও সমালোচনা ঝড় বইছে। চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা বিভিন্ন দপ্তরের আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতি অভিযোগ রয়েছে।