বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আলী মুকিব ॥ ফ্যাসিস্ট শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়েছে নবীগঞ্জে কনকর্ড প্রগতী কনসোর্টিয়াম লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঢাকা গাউছিয়ায় ভুবেন মিলে দূর্ঘটনায় নবীগঞ্জের যুবক শেখ দিলাবর রহমান মৃত্যুর সাথে লড়াই করছে নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুনারুঘাটের গাজীপুরের ডুলনা গ্রামে শীতবস্ত্র বিতরণ ও চক্ষু শিবির অনুষ্ঠিত ওয়েডিং ফটোগ্রাফার’স অব হবিগঞ্জের কমিটি গঠন শহরে আমোদ ফূর্তিকালে জনতার হাতে যুবক-যুবতী আটক বাহুবলের আকিজ কোম্পানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪ মাধবপুরে দেড় মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিশোরকণ্ঠ পাঠক ফোরাম হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত হবিগঞ্জের সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প ঐতিহ্যবাহী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল রবিবার ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় হবিগঞ্জ জেলা শহরের একটি কনফারেন্স হলে বৃত্তির ফলাফল প্রকাশ করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম হবিগঞ্জ জেলার ভাইস চেয়ারম্যান হোসাইন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন- কিশোরকন্ঠ হবিগঞ্জ জেলার উপদেষ্টা লায়েক আহমেদ, সাইদুর রহমান ও জামিল হুসাইন রাজুসহ স্কুল প্রতিনিধিগণ। এতে সর্বমোট ২৫৫ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে, যেখানে ট্যালেন্টপুল ক্যাটাগরীতে ৪২ জন, সাধারণ ক্যাটাগরীতে ৯৩ জন এবং বিশেষ ক্যাটাগরীতে ১২০ জন। উল্লেখ্য, গত ০২ নভেম্বর, ২০২৪ তারিখে হবিগঞ্জ জেলার অন্তর্গত শতাধিক স্কুল এবং মাদরাসার সর্বমোট সাড়ে তিন হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্থান ও সময় পরবর্তীতে চিঠির মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের জানানো হবে।
মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৪-
৫ম শ্রেণী : ট্যালেন্টপুল ৯ জন- ১০০১, ১০০৩, ১০৫২, ১৩২৭, ৬৪৯৯, ৮২০৩, ৪৫০২, ২৪২১, ৩০০৩। সাধারণ ২০ জন- ১০০৪, ১০২৭, ১০৫৬, ১৩২০, ১৩৪২, ১৩৪৩, ১৩৫৮, ১৩৬০, ১৩৩৪, ১৩৮৩, ৬৫১১, ৬৫১৩, ৬৫২৭, ৪০০৬, ২৪২০, ২৪৩০, ৮২৮৯, ৬০০৮, ৬১৫৪, ৭২৬২।
বিশেষ ২৫ জন- ১০২২, ১০১০, ১০২৪, ১০৩১, ১০৫৩, ১২৯২, ১৩৫৭, ১৩৬১, ১৩৭২, ৬৫০৮, ৬৫০৯, ৬৫১৮, ৬৫২০, ৪০০৫, ২০৩৩, ৮০০২, ৭২৭৩, ৪৫১০, ৪৫১৪, ৪৫১৫, ৪৫১৬, ৪৫০৫, ৪৬০৮, ৪১২৬, ৭২৭২।
৬ষ্ঠ শ্রেণী : ট্যালেন্টপুলে ৮ জন- ৬০৫৬, ২৪৫৬, ৫১৩০, ৫১২৫, ৪০৩০, ১১১২, ১৪৩১, ১০৮৯। সাধারণ ১৬ জন- ৬১৭১, ৬১৭৫, ৬০৪৩, ২৪৬৫, ৮২৪৪, ৩০৩২, ৫৫২৭, ১৬০৬, ১৬১২, ১০৮২, ১১০০, ৪৫২৫, ৪৬৩৭, ৭০৫৭, ৭৩০০, ১১০১।
বিশেষ ১৮ জন- ৭৪৭৫, ২০৮১, ২৪৭২, ৪১৩৬, ৪১৩৪, ৪০২৯, ৩০৪২, ৩০৪০, ৩০৪১, ৩২৩১, ৩৮৫৫, ৪৫২১, ৪৫২৪, ৫৫১৮, ৫১২২, ৪৩১০, ৫৫১৩, ৮২৫২।
৭ম শ্রেণী : ট্যালেন্টপুল ০৬ জন- ৪৬৭১, ৪৮০৫, ৬২০৭, ৬২০১, ১৪৬৩, ১৪৯০, ৪০৬২। সাধারণ ১৭ জন- ২২১০, ৩২৪৫, ৩২৮৩, ৩২৭১, ৩০৭২, ৭০৯৯, ৪৬৭০, ৬২০৩, ৬২১৬, ৬০৭০, ৬০৭১, ১১৭৪, ১৪৬৭, ১১৩৪, ১১৩৫, ১৪৭২, ১১৫৭।
বিশেষ ১৭ জন- ২৫২৯, ২৫২১, ২২০৩, ৩২৬৩, ৬২০২, ৬২০৪, ৬২০৫, ৬২০৬, ৬২৫৩, ১৪৬৬, ৪০৫৫, ৪০৫০, ৭৩১৬,৭৩৪০, ৩৮৬৩, ৬০৬৮, ১১৩১।
৮ম শ্রেনী : ট্যালেন্টপুল ০৭ জন- ১২১২, ২৬০১, ৪০৮২, ৩০৮৩, ১১৮৫, ১৫৩২, ১২১৮। সাধারণ ১৭ জন- ৬১০১, ৪৫৪৮, ২৫৯৬, ২২৪৮, ৪০৭৯, ৫৫৩৮, ৩৮৬৬, ৩৩০৮, ৩১০৪, ১১৯৩, ১২১১, ১১৮৬, ১১৮৮, ১৫২২, ১৫১৫, ২২৪১।
বিশেষ ২০ জন- ৬০৮৬, ৮৬৩১, ২২৬৮, ২২৫৩, ২৫৯৭, ২৫৯৫, ৪০৮০, ৫৬০০, ৩২৯৯, ৪৭১৮, ৮০১৬, ৩৮৬৭, ৭১৫২, ৭৩৫৪, ৭৩৫১, ৬১০৩, ৬০৮৩, ১২১৫, ১২০০, ১৫৩৭।
৯ম শ্রেণী : ট্যালেন্টপুল ৬ জন- ১২৫৪, ১২৩২, ৩৩৬৩, ৬৩২৫, ৬৩২৬, ২৩৫৩।
সাধারণ ১৪ জন- ১২৩৭, ১২৪৯, ১২২৭, ৫০৯০, ৫১৬১, ৩৩৪৭, ৮২৭৩, ৩৩৬৫, ৪০৯২, ৭৩৮৪, ৬৩২৭, ২৩১৭, ২৩১৮, ২৩১৯।
বিশেষ ২০ জন- ১২৩৯, ১৫৫৯, ১৫৬৬, ১২৩৪, ১২৫২, ৬১১৫, ২৬৩৭, ২৬৩৮, ২৩২০, ২৬১৬, ১৫৫৫, ১২৪৫, ৫১৬৫, ৫১৬২, ৪৫৬৫, ৭৩৮১, ৩৮৬৯, ৮০২৬, ৫৬১০, ৫৫৪৪।
১০ম শ্রেণী : ট্যালেন্টপুল ০৬ জন- ৬৩৬৯, ১৫৮৭, ৩৩৭৮, ৬৩৫৮, ৬৩৫৯, ৬৩৫৫।
সাধারণ ১০ জন- ২৩৭২, ২৩৭৩, ৬৩৭১, ৩৩৮১, ৬৩৫৪, ৬৩৭২, ৬৩৭৩, ৬৩৭৫, ২৩৮১, ৬৩৫৬।
বিশেষ ২০ জন- ২০৬৪, ২৬৪২, ৩৮৭০, ৩৮৭১, ৩১৩৬, ১২৬৮,১২৬৫, ৮৬৩৫, ৬৩৫৭, ৬১২৫, ৭৩৯০, ৭৩৯৫, ৪০৯৭,৪২৩৩, ৫১০১, ৫৬১৩।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com