প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশের ঐতিহ্যবাহী ট্র্যাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর শাখা অফিস এখন হবিগঞ্জের সবুজবাগে। গত ২৯ ডিসেম্বর এই শাখার শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন হয়। দোয়া মাহফিলে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর কর্ণধার মোতাহার হোসেন বাবুল ছাড়াও হবিগঞ্জের অন্যান্য ট্র্যাভেল এজেন্সির মালিক এবং বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর পঞ্চম শাখা হিসেবে হবিগঞ্জে তাদের যাত্রা শুরু করেছে। হবিগঞ্জ ছাড়াও তাদের বিভিন্ন শাখা ঢাকা, সিলেট, মৌলাভীবাজার, সুনামগঞ্জে সততার সাথে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ার টিকেট, হজ্জ ও ওমরাহ্ প্যাকেজ, ভ্রমণ ভিসা প্রসেসিং এবং ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স-এর কাজ সম্পন্ন করছে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে এবং তারা ওঅঞঅ স্বীকৃত ও অঞঅই, ঐঅঅই, ঞঙঅই, ইঅওজঅ এর গর্বিত সদস্য। ইতিমধ্যে তারা বাংলাদেশ থেকে পরিচালিত প্রায় সবগুলো এয়ারলাইন্সের টপ-এজেন্ট হিসেবে এওয়ার্ড প্রাপ্ত। তাদের নিজস্ব অনলাইন টিকেট পোর্টাল ভষরমযঃ২৪নফ.পড়স থেকে যেকোন ট্র্যাভেল এজেন্সি সুলভ মূল্যে টিকেট ক্রয়ের মাধ্যমে ক্রেতাদের সেবা দিতে পারেন। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর কাস্টমার কেয়ার নাম্বার ১৬৭০৩।