আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের পশ্চিমভাগ ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১২ জন গুরুতরসহ অন্তত অর্ধশত লোক আহতের খবর পাওয়া যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে পোস্ট কে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যার দিকে পশ্চিমভাগ ৮নং ওয়ার্ডের ধানুহাটি একই গ্রামের রেনু মিয়া গ্রুপ ও অলি মিয়া গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শিবপাশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্বের জেরে আবারও গতকাল শনিবার সকালে দু-পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে গুরুতর ১২ জনসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। গুরুতর আহতদের হবিগঞ্জে প্রেরণ করা হয় এবং অন্যান্য আহতদের স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছানু মিয়া (৪০), ধনু মিয়া (৫২), মুহিত মিয়া (৬০) এবং রেনু মিয়াকে (৪২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত রুপালী আক্তার (১৫), আশরাফুল আলম (২০), সালেক আহমদ (২৮), ইমরান মিয়া (২৩), আশাদুল (২০), রাসেল মিয়া (২৭), জুয়েল মিয়া (২৫), নুর মিয়া (৪৫), ইমন মিয়া (২৫), কালাম মিয়া (৪০), আব্দুস সহিদ (৭০), আলী হোসেন (৩৫), রফিক মিয়া (২০), হৃদয় মিয়া (২২), সাদেকুর মিয়া (২৪), ধলাই মিয়া (৫০), আব্দুস সালাম (৪০), রাসেল মিয়া (৩৮), ওয়াহিদ মিয়া (৬০), খুর্শেদ মিয়া (২২), মোস্তাকিম (৪২), রহিমা বেগম (৫০), সুবেল মিয়া (২০) এবং রুবেল মিয়াকে (৩০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মাঈদুল হাছান জানান, ফেসবুকে পোস্ট নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটলে থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ আসেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।