স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ নিজাম উদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে ওই গ্রামের আব্দুল কাদেরে পুত্র। গতকাল শনিবার রাত ৮টায় ডিবির এসআই মাহমুদুল হাসানসহ পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার দাম অনুমান ৬০ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।