স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে কুদ্দুস আলী খোকনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে ঢাকার কমলাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খোকন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের আব্বাস আলীর ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে মাধবপুর থানার পুলিশ ঢাকার কমলাপুর এলাকায় স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। এ সময় এসিড নিক্ষেপ মামলার আসামি কুদ্দুস আলী খোকনকে (৪০) গ্রেপ্তার করা হয়।