নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাও ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় উপস্থিতি নিয়ে আলোচনার ঝড় বইছে। সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল শুক্রবার ইউনিয়নের শাকুয়া বাজারে দলীয় অস্থায়ী কার্যালয়ে এই সভার আহ্বান করেন। সভায় কমিটির ৭১ জনের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ১৭ জন। সূত্র মতে, সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ উঠে করগাও ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য অনুমোদিত কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার আক্কেল আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ ছমিরুল হককে এই বর্ধিত সভার দাওয়াত দেওয়া হয়নি। কি কারনে তাদের না জানিয়ে সভার আহবান করা হলো তা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুজতাহিদ উদ্দিনের নিকট জানতে চান প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সমুন। জবাবে সাধারণ সম্পাদক মুজতাহিদ উদ্দিন বলেন- সভাপতি ও সম্পাদক বর্ধিত সভা আহ্বান করতে পারেন এবং তাদের সিদ্ধান্তই সংগঠনের কার্যক্রম চলবে। এ নিয়ে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। দলীয় বিভক্তি কোন্দল নিরসনের জন্য প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সুমন বিষয়টি সমাধান করে সকল নেতাকর্মী নিয়ে যাহাতে বর্ধিত সভাটি সুন্দরভাবে পরিচালনা করা যায় সে জন্য তিনি সাধারণ সম্পাদক মোঃ মুজতাহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক মাষ্টার আক্কেল আলী ও সাংগঠনিক সম্পাদক ছমিরুল হক নিয়ে এক টেবিলে বসে সমাধান করার চেষ্টা করেও ব্যর্থ হন। উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমদ চৌধুরীকে বিষয়টি অবহিত করা হয়। তারা কোন সমধান না পাওয়ায় বিষয়টি নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সকল সদস্যদের সাথে যোগাযোগ করলে তারা ওই বর্ধিত সভা না যাওয়ার সিদ্ধান্ত নেন। কমিটির অনুমোদনের প্রায় ৩ বছর পর সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল শুক্রবার প্রথম কোন সভার আহবান করেন। সভায় কমিটির ৭১জন সদস্যের মাঝে মাত্র ১৭ জন। ৫৪ সদস্যর অনুপস্থিত থাকায় ওই বর্ধিত সভার মিটিং নিয়ে এলাকাসহ শহর জুড়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে। করগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার আক্কেল আলী বলেন, কমিটির সাধারন সম্পাদক মুজতাহিদ উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান তারা দু’জন মনগড়া একক সিদ্ধান্ত বর্ধিত সভা আহ্বান করায় দলীয় নেতাকর্মী তা প্রত্যখ্যান করেন। সাংগঠনিক সম্পাদক মোঃ ছমিরুল হক বলেন, মিটিংয়ের তারিখ নির্ধারণ করার আগে আমরা সুপার ৫ এবং দলীয় সিনিয়র নেতাকর্মীসহ বসে একটা তারিখ নির্ধারণ করার পরামর্শ দেই। এ সময় সাধারণ সম্পাদক মোঃ মুজতাহিদ উদ্দিন বলেন- এখানে কারো প্রয়োজন নেই দলীয় মিটিং সভাপতি ও সম্পাদক বসে তারিখ করতে পারে। কি কারনে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে দাওয়াত হয়নি এ ব্যাপারে সহ-সভাপতি মোঃ আবু সুফিয়ান বলেন, তাদেরকে সাধারণ সম্পাদক ফোন দিয়েছিলেন তারা ফোন রিসিভ করেনি।