স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামে শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ার জায়গায় আবারও দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আখড়ার জায়গা উদ্ধারের জন্য আখড়া কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র সরকার বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত মঙ্গলবার এ অভিযোগটি দায়ের করা হয়। লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইকরাম শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া কমিটির সভাপতির গোপাল সরকার ও রি মোহন সরকার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ সময় তারা দু’জন উন্নয়নের নামে আখড়ার লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন। এছাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছকির মিয়া সামদু এর কাছে আখড়ার কোটি টাকা মূল্যের ৮ কেদার জায়গায় প্রতিষ্ঠিত পুকুর লিজ দেন। অভিযোগ রয়েছে লিজ নিয়ে আছকির মিয়া সামদু পুকুরটি নিজের দখলে নিয়ে নেন। পরবর্তীতে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবগত করেন। উল্লেখ্য, ২০২০ সালে ২৭ জুন তৎকালীন বানিয়াচং (সার্কেল) এর অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম আখড়ায় গিয়ে পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান, মুরুব্বীয়ান ও সাংবাদিক সাথে নিয়ে আখড়ার দখলকৃত জায়গার দখল মুক্ত করেন। পরবর্তীতে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর আখড়ার সংস্কার কাজের উদ্বোধন করেন হবিগঞ্জের তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এরপর থেকে আখড়ার কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনায় হয়ে আসছে।
২০২৩ সালের ৩ মার্চ পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃৃবৃন্দ, ইকরামসহ আশপাশের গ্রামবাসী ও স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে আখড়া পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক রবিন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক সুবোদ সরকার মনোনীত হন। ওই কমিটিতে শংকর পাল, শংখ শুভ্র রায় ও ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান সাদিক, বিপ্লব রায় সুজনকে উপদেষ্ঠা হিসেবে মনোনীত করা হয়। বর্তমান কমিটির নেতৃত্বে আখড়া সুন্দর ও শৃংখল ভাবে পরিচালনা হয়ে আসছে। কিন্তু সম্প্রতি আবারও ক্ষির মোহন সরকার ও গোপাল সরকার গং অগঠন্ত্রান্তিক ভাবে আরেকটি আখড়া পরিচালনা গঠন করেন। তারা আখড়ার জায়গা দখলের চেষ্টা করছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন আখড়া কমিটির সাধারণ সম্পাদক রবিন্দ্র সরকার।