স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্মশান ঘাট এলাকায় নবনির্মিত পানির ট্যাংকির সামনের মাটি দিয়ে ভরাট করে দোকান নির্মাণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার মূল ড্রেনে এই দোকান নির্মাণ করা হয়েছে। পৌর কতৃপক্ষের উদাসিনতা আর তদারকি না থাকায় এমনটা হচ্ছে বলে মনে করেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, ড্রেন ভরাট করায় সব সময় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।