স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর সামনে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ভয়াবহ সংঘর্ষ ঘটতে পারে। গতকাল হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ওই স্টেশনকে ঘিরে সিএনজি চলাচলে বাঁধা প্রদান করা হয়। এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হবার প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঘন্টা খানেক সিএনজি চলাচল বন্ধ ছিলো। নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, অনেকদিন ধরেই তাদের মাঝে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। গতকাল উত্তেজনা দেখা দিলে তা নিয়ন্ত্রণে আনা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।