স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা চৌধুরী হাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বেশ কয়েকটি বাড়ি পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। গতকাল রাত ১০ টায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকায় একটি বনের খড়ে প্রতিপক্ষের লোকজন আগুন দেয়। আগুন দাউ দাউ করে চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অল্পের জন্য ভয়াবহ আগুন থেকে রক্ষা পেয়েছে বেশ কয়েকটি বাড়ি।