স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিএনজি মালিক সমিতির আহবায়ক ও যুবলীগ নেতা আলমগীর তালুকদার (৩৫) এর ২ রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে মোস্তাক হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কারাগারে আছে। এর আগে তাকে ফায়ার সার্ভিস এলাকার বাসা থেকে জনতা উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের নিকট তুলে দেয়। এরপর থেকেই সে কারাগারে রয়েছে। ওসি আলমগীর কবির বলেন, অন্যান্য মামলায় জিজ্ঞাসার জন্য রিমান্ড আবেদন করা হবে।