আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবহার প্ল্যান নির্মাণে জরুরি সরবরাহ প্রকল্পের আওতায় ইউএনডিপি কর্তৃক ৮৩ টি নলকূপের খসড়া বা প্রস্তাবিত তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকাটি অনুমোদনের জন্য উপজেলা ওয়াটসন কমিটিতে সভা আহবান করা প্রয়েজন বলে জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী। মোট ৮৩টি নলকূপ উপজেলার পাঁচটি ইউনিয়ন যথাক্রমে আজমিরীগঞ্জ সদর, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশায় বিতরণের কথা রয়েছে। বিতরণের জন্য খসড়া বা প্রস্তাবিত তালিকা প্রস্তত করার বিষয়টি জানা নেই বলে জানান, জলসুখা ও শিবপাশার ইউপি চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত সমন্বয় সভায় জলসুখা ইউপি চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ খেলু ও শিবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ নলিউর রহমান বলেন, ইউএনডিপি কর্তৃক বরাদ্দকৃত ৮৩টি নলকূপ আজমিরীগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহে বিতরণের জন্য কে বা কারা কিভাবে খসড়া বা প্রস্তাবিত তালিকা প্রস্তত করেছে ! তা তাদের জানা নেই। নিয়মানুযায়ী প্রতি ১০ টি পরিবারের বিপরীতে ১ টি নলকূপ স্থাপন করার কথা। সে অনুযায়ী এমন একটি সুবিধাজনক স্থানে নলকূপটি স্থাপন করা হবে। যেখান থেকে কমপক্ষে ১০ টি পরিবার পানি ব্যবহারের সুবিধা হবে। অপর একটি সূত্র জানায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলী ও ইউএনডিপি যৌথ ভাবে তালিকা করেন, উপজেলার এক অসাধু কর্মচারী ব্যক্তিগত ভাবে নলকূপ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি অনুযায়ী স্বজনপ্রীতির মাধ্যমে প্রতিটি পরিবার থেকে নগদ ৩০ হাজার করে টাকা আদায় করার অভিযোগ উঠেছে। এ পর্যন্ত ৫টি পরিবারের নিকট থেকে একই ভাবে ১ লক্ষ ৫০ হাজার টাকা আদায় করেছে বলে সূত্র জানায়।