স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ এর কৃতি সন্তান, বাহুবল উপজেলার আলিফ সোবহান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মিল্লাদ হোসেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নির্বাচিত হয়েছে।
বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চারগাও গ্রামের মোঃ জিতু মিয়ার পুত্র মিল্লাদ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকার রাজপথে পুলিশ এর বুলেটে আহত হন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মিল্লাদ এর ছাত্র রাজনীতিতে এ সফলতায় হবিগঞ্জবাসী গর্বিত।
মিল্লাদ এর পিতা মোঃ জিতু মিয়া বাহুবল উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ছিলেন।
মিল্লাদ হোসেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নির্বাচিত তাকে অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ।