স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফ নগর গ্রামের তাজির ইসলাম (৩৮) কে ১৭ পিস ইয়াবা সহ আটক করেছে থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত আকাছ মিয়ার পুত্র। জানা যায়, মাছ বাজারের নিচে শাহ আলমের চায়ের দোকানের পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৪ টার দিকে থানার এস আই প্রদীপ রায়ের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার এস আই, প্রদীপ কুমার রায় জানান, তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।