স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে মিরপুর চন্দ্রছড়িতে ৩ দিনব্যাপী ওরস। আর এই ওরস কে ঘিরে মেলা ও বাউল গানের আসরসহ জুয়াড়িরা ব্যস্ত হয়ে পড়েছেন। প্রতি বছরের ন্যায় এবারো নাগরদোলা, চরকিসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। মেলায় নিষিদ্ধ বাউল গানের আসর বসানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। পাশাপাশি সার্কাসেরও ব্যবস্থা করা হয়েছে। সার্কাসের টিকেট জনপ্রতি ৫০ টাকা করা হয়েছে। এতে থাকছে গান ও ডায়লগ। এ বিষয়ে বাহুবল থানার ওসি বলেন, সার্কাস, জুয়া, বাউল গানের আসর বসতে দেয়া হবে না, ব্যবস্থা নেয়া হবে।