মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে তেলিয়াপাড়াস্থ এনজিও নিশান অফিসে আমানতকারিদের ভীড় বেড়েই চলেছে। গত তিন ধরে অফিসের ভেতরে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে গ্রাহকরা। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকুরীজীবী, প্রবাসীসহ কমবেশি সব পেশার লোকজন নিশানে টাকা জমা করেছে। গতকাল সোমবার দিনভর শত শত পাওনাদার নিশান অফিসে টাকা ফেরত পেতে চিৎকার করেছেন। কিন্তু আদৌ টাকা ফেরত পাবে কিনা কিংবা টাকা ফেরত দেওয়ার সমর্থ বা ইচ্ছে আছে কিনা এ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। নিশান একজন কর্মকর্তা জানান, গত ১৫ বছর নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি সমবায় সমিতির নাম দিয়ে তেলিয়াপাড়া রেলষ্টেশনের পূর্বপাশে অফিস খুলে বসে নিশান। সমবায় সমিতির নিয়ম অনুযায়ী সীমিত সংখ্যক সদস্য নিয়ে নিজেদের মধ্যে ঋনদান পরিচালনা করার কথা নিশানের। কিন্তু মাধবপুর সমবায় অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের ম্যানেজ করে সিলেট বিভাগের চা বাগানে নিশান ক্ষুদ্র ঋন কার্যক্রম শুরু করেন। একই সাথে প্রতি লাখে মাসে ২ থেকে ৩ হাজার টাকা মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন পেশাজীবী মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে। এ কাজটি করেছেন নিশানের মঈন উদ্দিন বেলাল, তার স্ত্রী আমেনা বেগম, ছেলে সায়েম, ছেলে সালমান, শ্যালক জালাল উদ্দিন ও মাসুদ মিয়া। তারা ছয় জন একই পরিবারের সদস্য।
৫০ টাকার ষ্টাম্প দিয়ে কর্জ হিসেবে ৬ পরিচালক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। ওই টাকা দিয়ে তারা জগদীশপুর তেমুনিয়ায় নিশান টাওয়ার, নিশান অটো ইট প্রস্তুতকরণ, মোটর সাইকেল শোরুম সহ বিভিন্ন ব্যবসা গড়ে তুলেছে। এ ছাড়া মানুষের আমানতের টাকা দিয়ে সবাই বিলাসবহুল গাড়ি কিনেছে। প্রথম কয়েক বছর আমানতদের প্রতি লাখে দুই তিন হাজারে করে টাকা দিয়েছে।
এ খবর সারাদেশে ছড়িয়ে পড়লে ধনী থেকে দরিদ্র পর্যন্ত নিজের সহায় সম্বল বিক্রি করে নিশানে জমা করেছে। কিন্তু এক বছর ধরে টাকা সংকট দেখিয়ে আসল ও সুদ ফেতর দিচ্ছেনা। সোমবার সারাদিন দেখা যায় নিশান অফিসের সামনে পাওনাদাররা টাকার জন্য হৈ হুল্লোড় চিৎকার কান্না কাটি করেছেন। কিন্তু টাকা ফেরতের কোন লক্ষণ নেই। সোমবার বিকেলে নিশান কার্যালয় কথা হয় আমানতদারীদের সাথে তারা জানান, আমরা অনেক কষ্ট করে নিজের জমিজমা গরু ছাগল ও ব্যবসা বাণিজ্য, চাকরিবাকরি করে নিশানে টাকা জমা করেছি। কিন্তু এখন নিশান আমাদের টাকা নিয়ে নিজেদের জীবন গড়েছেন। সুরমা গ্রামের নুরুল ইসলাম জানান, আনোয়ার গ্রুপে জমি বিক্রি করে সমুদয় টাকা নিশানে জমা করেছি। এখন নিশান টাকা ফেরত দিচ্ছে না। সরকার যদি কোন ব্যবস্থা নিলে আমরা টাকা ফেরত পাব। তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন। সোমবার সন্ধার পর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে নিয়ে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসিম নিশানের ৪ পরিচালকের সাথে রুদ্ধদ্ধার বৈঠক করেছেন। পরে ইউএনও উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, সকল মানুষের টাকা ফিরিয়ে দিতে প্রশাসন চেষ্টা করছে। তারা যাদে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে তাদের তিন পাসপোর্ট পুলিশের কাছে জমা রাখা হয়েছে। তারা কার কার কাছ থেকে কি পরিমাণ টাকা নিয়েছে এবং তাদের কোথায় কি পরিমাণ সম্পদ বা টাকা রয়েছে তার হিসেব করতে তারা সময় চেয়েছে। আশা করি নিশান আন্তরিক হলে মানুষের আমানতের টাকা ফেরত দেওয়া সম্ভব হবে।