স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনসার ভিডিপি অফিসের সামনে পাকা রাস্তা থেকে ১শ পিস ইয়াবা সহ জুয়েল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সে বানিয়াচং উপজেলার পাঠানটোলা গ্রামের মৃত নূরুল ইসলামের পুত্র। গতকাল রবিবার ২৩ ডিসেম্বর দুপুরে এস আই মো:রুকন ইসলাম খান ও এএসআই মাজহারুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সে ওই সড়কে অবস্থান করছিলো। এসময় তার দেহ তল্লাশিকালে ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।