স্টাফ রিপোর্টার ॥ আমাদের দেশে নারীদের একটি বড় অংশের কাজের অর্থনৈতিক মূল্যায়ন না থাকায় তার স্বীকৃতি মিলছে না। তবে এ অবস্থার দিন দিন ইতিবাচক পরিবর্তন হচ্ছে। অর্থনীতির ইনফরমাল বা অনানুষ্ঠানিক খাতে নারীদের কর্মের অর্থনৈতিক স্বীকৃতি প্রয়োজন। শহরের শিক্ষিত নারীদের একটি বিশেষ অংশ স্বাধীন উদ্যোক্তার ভূমিকায় আবির্ভূত হচ্ছেন। এতে তাদের আত্মন্নোয়নের পাশাপাশি পরিবারে আর্থিক সমৃদ্ধি আসছে; দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারছেন। মোট জনসংখ্যার অর্ধেকের বেশী নারী সমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে না পারলে আমাদের জাতীয় অর্থনীতিতে গুণগত পরিবর্তন আসবে না। চীনের মতো প্রতিটি ঘরকে ছোট ছোট কারখানায় পরিণত করতে হগত ২১ ডিসেম্বর শনিবার দুপুরে হবিগঞ্জ শহরতলীর একটি রিসোর্টে স্বাধীন উদ্যোক্তা পরিবারের ৩য় বার্ষিক সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথাগুলো বলেন। স্বাধীন উদ্যোক্তা পরিবারের এডমিন এ এইচ এম শিবলী খানের সভাপতিত্বে এবং রোটারিয়ান ড. নোমান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মিলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিসিক হবিগঞ্জ কার্যালয়ের এ জি এম মোঃ বিল্লাল হোসেন ভুঁইয়া, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডা. সালাউদ্দীন ইউছুপ, প্রভাষক ডা. শারমিন সুলতানা রয়্যাল, মানবাধিকার কর্মী জি কে মওলা, যুক্তরাষ্ট্র চুনারুঘাট কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান আসাদ প্রমুখ। প্রধান অতিথি উপস্থিত উদ্যোক্তা ও অতিথিদের নিয়ে কেক কেটে দিনব্যাপী সম্মিলন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান ও অন্যান্য অতিথিবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো বিনোদনমূলক খেলাধুলা। এতে উদ্যোক্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।