স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বাসা দখল করতে গিয়ে পুলিশের হাতে আটক আইনজীবী ও তার স্বামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনজীবী ও তার স্বামীসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। এর আগে গত শনিবার সকালে ডাকঘর এলাকার দেনেশ্বর বাড়িতে এ ঘটনা ঘটে। আটকরা হল, আইনজীবী আলো রায় ও তার স্বামী দেবাশীষ রায় প্রবাল। এ ঘটনায় মীনাক্ষী রায় বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। মীনাক্ষী রায়ের স্বামী মারা যাবার পর তাদের জায়গায় কুনজর পড়ে আলো রায়ের। এ নিয়ে বিরোধ চলছে। পুলিশ একাধিকবার সমাধান করতে চাইলেও হয়নি। দেবাশীষ এক্সেভটের দিয়ে মীনাক্ষী রায়ের বাসা ভাংচুর করতে যায়। এ সময় তার মেয়ে ও মীনাক্ষীর উপর হামলা করে তাকে আহত করা হয়। পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা করায়। এবং স্বামী স্ত্রী কে আটক করে থানায় নিয়ে আসে।